তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে অসংখ্য প্রজাতির ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। আকন্দগাছ এর অন্যতম। একসময় বিভিন্ন এলাকার উন্মুক্ত পতিত জমি, সড়কের দুই পাশ এবং গ্রামের কাঁচা রাস্তার পাশে দেখা মিলত এ গাছের। কিন্তু জনবসতি বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলা থেকে এক রকম হারিয়েই যাচ্ছে এই উদ্ভিদ।
উপজেলা সদরের কবিরাজ শেখ ছাদি বলেন, ‘লোকমান হেকিমের কবিরাজি চিকিৎসা’ বইয়ের ১৫৩-৫৪ পৃষ্ঠায় বলা হয়, এই উদ্ভিদের ব্যবহার্য অংশ হলো ছাল, পাতা, ফুল, মূল ও কষ। এই উদ্ভিদের বিভিন্ন অংশ বায়ুনাশক, উদ্দীপক, পাচক, পাকস্থলীর ব্যথা নিবারক, বিষনাশক হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া প্লীহা, দাদ, শোথ, অর্শ্ব, ক্রিমি ও শ্বাসকষ্টে উপকারী এই উদ্ভিদ। এর ফুল বহুমূত্র রোগের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলায় জনবসতি বাড়ছে। তা ছাড়া রাস্তাঘাট সম্প্রসারিত হওয়ায় আকন্দের মতো বিভিন্ন ঔষধি গাছ কাটা পড়ে যাচ্ছে। ফলে এসব গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।’