আবারও ধারাবাহিকে অভিনয় করলেন সংগীতশিল্পী শুভ্র দেব। আরটিভির নতুন ধারাবাহিক ‘আরশিনগর’-এ অভিনয় করেছেন তিনি। গতকাল থেকে প্রচার শুরু হওয়া ধারাবাহিকটিতে তিনি কণ্ঠশিল্পী শুভ্র দেব চরিত্রেই অভিনয় করছেন।
নাটক বা টেলিছবিতে আগেও অভিনয় করেছেন শুভ্র দেব। ১৯৮৯ সালের ‘শুকতারা’ নামের একটি ধারাবাহিক নাটক দিয়ে তাঁর অভিনয় শুরু। সবশেষ দেখা গেছে, ২০১৬ সালের ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’ শিরোনামের একটি টেলিছবিতে।
এ প্রসঙ্গে শুভ্র দেব বলেন, ‘গানের পাশাপাশি কয়েকটি নাটক-টেলিছবিতে আমি অভিনয় করেছি। আর আমার অভিনয়ের শুরুটা হয়েছে ধারাবাহিক নাটক দিয়ে। কিন্তু বিভিন্ন কারণে আর ধারাবাহিকে অভিনয় করা হয়নি। “আরশিনগর” নাটকে আমি কণ্ঠশিল্পী শুভ্র দেব চরিত্রেই অভিনয় করছি। ধারাবাহিকের গল্প পছন্দ হওয়ায় কাজে সম্মতি জানিয়েছি।’
মানস পালের রচনায় ‘আরশিনগর’ নির্মাণ করছেন মজিবুল হক খোকন। ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন ড. এনামুল হক, আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম প্রমুখ। প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে।