শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস।
গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চিত্তরঞ্জন দাস। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
তাঁর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন প্রমুখ জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
গত শনিবার এক নারী চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে সবুজবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে গত শুক্রবার রাতে ওই নারীর সঙ্গে চিত্তরঞ্জনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেটিকে নাটকের মহড়া বলে দাবি করেছেন কাউন্সিলর।
কিন্তু মামলার এজাহের ওই নারী অভিযোগ করেন, একটি কাজে চিত্তরঞ্জন দাস তাকে নিজ কার্যালয়ে ডেকে নেন। তারপর ওই নারীকে কার্যালয়ের একটি কক্ষে বসতে বলেন। পরে চিত্তরঞ্জন ওই কক্ষের দরজা বন্ধ করে শ্লীলতাহানির চেষ্টা করেন।