হোম > ছাপা সংস্করণ

করোনার টিকা পেয়ে উচ্ছ্বসিত ইটভাটার শ্রমিকেরা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ইটভাটার শ্রমিকদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বালুচর ইউনিয়নের ১০টি ইটভাটায় ১ হাজার ১০০ জনের লক্ষ্য নির্ধারণ করে ৯২৮ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

ইটভাটার শ্রমিক জহুরা বেগম বলেন, ‘আমি ইটভাটায় কাজ করি পাঁচ বছর। কিন্তু এখান থেকে বের হয়ে টিকা নেওয়ার সুযোগ হয়নি। এখন টিকা নিতে পেরে ভালো লাগছে।’

ইটভাটার আরেক শ্রমিক মো. ইদ্রিস বলেন, ‘আজকে আমাদের ইটভাটায় এসে স্বাস্থ্যকর্মীরা টিকা দিয়ে গেছেন। টিভিতে দেখেছি, দেশে অনেকে এখনো টিকা পাননি। আর আমরা শ্রমিকেরা পেয়েছি। সে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, ইটভাটায় কাজ করা শ্রমিকেরা জীবিকার তাগিদে ব্যস্ত থাকেন। তাঁদের মধ্যে সচেতনতাও কম। তাঁরা এতটাই কর্মব্যস্ত যে অনেকে টিকা নিয়ে সঙ্গে সঙ্গেই ভাটায় কাজ শুরু করে দিয়েছেন।

আঞ্জুমান আরা আরও জানান, গণটিকা থেকে ইটভাটার শ্রমিকেরা বাদ যেতে পারে বিষয়টি বুঝতে পেরে ভাটাশ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থায় এই টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৯২৮ জন ভাটাশ্রমিককে করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছে। যাঁরা বাদ পড়েছেন, তাঁরা আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নিতে পারবেন। আজ উপজেলার প্রতিটি ইউনিয়নে গণটিকা কার্যক্রম চলবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রমও চলবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ