ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে অপহরণ মামলার দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গত শনিবার বিকেলে কোতোয়ালি থানা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাতেম আলী (৩৮), মো. নুর (২০) ও মো. শাকিল আহম্মেদ (২৭)। এর মধ্য দুজন অপহরণ মামলার আসামি এবং অপরজন জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত। তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।