একটা সংলাপও নেই মুখে। অথচ কী সাবলীল অভিনয় তাঁর। ভূতের চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ বিজয়ী শিরিন আক্তার শিলা। ৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশ পেয়েছে ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’। নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন শিলা। মডেলিংয়ে পরিচিত মুখ শিলার এটাই প্রথম অভিনয়।
শিলা বলেন, ‘সুন্দরী প্রতিযোগিতা নিয়ে মানুষের নানা রকম ধারণা থাকে। অনেকেই মনে করেন, এরা মডেল হতে পারে, অভিনেত্রী না। এমনকি আমার উচ্চতা বেশি হওয়াটাকেও বিপত্তি ভেবে কেউ কেউ বলেছেন, ‘তোমাকে দিয়ে অভিনয় সম্ভব নয়, এত লম্বা! কে অভিনয় করবে তোমার বিপরীতে? তুমি তো মডেল, তোমাকে দিয়ে অভিনয় হবে না। একটা সময় নিজেও ভাবতে শুরু করলাম আমি তো মডেল, আমাকে দিয়ে হয়তো অভিনয় হবে না।’
যখন এই সিরিজে অভিনয়ের অফার আসে, নিজের মধ্যে সাহস সঞ্চার করেন শিলা। তিনি বলেন, ‘অভিনয়ের শুরু একটা ভূতের চরিত্রে। এটা কতটা সঠিক সিদ্ধান্ত হতে পারে বুঝতে পারছিলাম না। তারপরও ভাবলাম এখানে পুরোটাই অভিনয়, কোনো সংলাপ নেই। হয়তো এর মাধ্যমে প্রমাণ করতে পারব, আমি অভিনয় পারি। এসব চিন্তা করেই ক্যারেক্টারটা প্লে করা।’
ভূতের চরিত্র। মেকাপে তা ফুটিয়ে তুলতে হবে। পরিচালক নুহাশের কথা ছিল, ‘ভয়ংকর লুকে দেখাতে চাই না। অভিনয় থেকেই মানুষকে ভয় দেখাতে হবে শিলা।’ শিলা বলেন, ‘প্রস্থেটিক মেকাপ আর্টিস্ট নিয়ে আসা হয়েছে। কিন্তু আট ঘণ্টা চেষ্টার পরও পছন্দসই লুক আসছিল না। পরিচালক বললেন, শিলা ভ্রু শেভ করবে নাকি? প্রথম অভিনয়, চরিত্রের খাতিরে শিল্পীরা কত কী করে! আমি রাজি হয়ে গেলাম। দুই মাস ভ্রু ছাড়া থাকতে হয়েছে। ভাবতে পারেন, ভ্রু ছাড়া একটা মেয়েকে কেমন লাগে? কতজনের কত যে কথা শুনতে হয়েছে! মডেলিংটাও এই সময় করা হয়নি।’
এত দিনের পরিশ্রম আজ সফল হয়েছে। দর্শক পছন্দ করছেন শিলার অভিনয়। ইতিমধ্যে শিলাকে নিয়ে আগ্রহী হয়ে উঠছেন নির্মাতারা।