হোম > ছাপা সংস্করণ

খাল দখল করে বালু ভরাট

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে সরকারি খাল দখল করে বালু ভরাট করার অভিযোগ উঠেছে ভিকটর ফিডস অ্যান্ড ভিকটর ব্রীডার্স লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শুধু সরকারি খাল দখল নয় আশপাশে বাস করা কয়েকটি পরিবারকে বাড়ির জমি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণ-পিটিশন দিয়েও কোনো প্রতিকার হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয়রা। তবে উপজেলা প্রশাসন বলছেন, শুধু ভিকটর ব্রীডার্স নয়, প্রভাবশালী অন্য মহলও খাল দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলার সরুপার চর এলাকার বাসিন্দা নুরুল আলী শেখ বলেন, জমিদার ব্রিজ থেকে সরুপার চর পর্যন্ত তিন কিলোমিটার এলাকার এই খালটি দুটি ইউনিয়ন হয়ে যুক্ত হয়েছে মূল পদ্মায়। এক সময় এখানে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। খালে পচানো হতো পাট। খাল দখল হলে এই এলাকার কৃষকদের দুর্ভোগের অন্ত থাকবে না।

একই এলাকার বাসিন্দা ওয়াহেদ শেখ বলেন, প্রভাব খাঁটিয়ে প্রতিষ্ঠানটি যেভাবে বেড়া দিয়েছে এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয় এখন ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়ার কথা বলছে।

সিদ্দিক মোল্লা বলেন, ‘প্রতিষ্ঠানটি আমার ঘরের সঙ্গেই মুরগির খামার তৈরি করেছে। দুর্গন্ধে বাড়িতে বাস করা কষ্টসাধ্য। এর ওপর এখন বলছে, তারা নাকি আমার বাড়ির সঙ্গের জমি কিনেছে, আমার ঘরেরও দুই শতাংশসহ। এটা কেমন কথা? কার জমি কে কিনল? আমরা এখন কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। প্রশাসনের সহযোগিতা চেয়েছি। তারপরও ভয় হচ্ছে। কারণ রুহুল আমীন সাহেব প্রভাবশালী। তাঁর টাকা আছে।’

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ভিকটর ফিডস অ্যান্ড ভিকটর ব্রীডার্সে গিয়ে প্রতিষ্ঠানটির মালিক মো. রুহুল আমীনকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। তাঁর ম্যানেজার রুহুল আমীন ক্রয়সূত্রে খালের জমির মালিক তিনি বলে দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, শুধু ভিকটর ব্রীডার্স নয়, প্রভাবশালী অন্যান্য মহলও খাল দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই উচ্ছেদ অভিযান চালানো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ