আগস্টে কাবুল দখলের পর তালেবান প্রতিনিধিদল প্রতিবেশী কয়েকটি দেশে আনুষ্ঠিকভাবে বৈঠক করেছে। ইরান, দোহা, রাশিয়ার পর গত বুধবার পাকিস্তান সফর করেছে তালেবানের একটি প্রতিনিধিদল। তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি সেখানে আফগান পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ট্রয়কা প্লাস’ বৈঠকে অংশ নিয়েছে।
এশিয়া টাইমসে এম কে ভদ্রেকুমার লেখেন, ‘এমন একটা সময়ে ইসলামাবাদে ট্রয়কা প্লাস তথা চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের আফগানবিষয়ক শীর্ষ প্রতিনিধিরা জড়ো হচ্ছেন, যখন যুক্তরাষ্ট্র তালেবানকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে।’
নিজের বক্তব্যের সমর্থনে গত মঙ্গলবার ব্রাসেলসে ন্যাটো প্রতিনিধিদের কাছে দেওয়া আফগানবিষয়ক নতুন মার্কিন বিশেষ দূত টম ওয়েস্টের বক্তব্য তুলে ধরেন ভদ্রেকুমার। ওয়েস্ট বলেন, ‘আন্তর্জাতিক মহলের সঙ্গে তালেবান কীভাবে সম্পর্ক রাখতে চায়, তা তারা স্পষ্ট করেছে। তারা আন্তর্জাতিক সহায়তা, কূটনৈতিক তৎপরতা শুরু করতে চায়। নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। তাদের সঙ্গে সম্পর্ক না রেখে এসব করা আমাদের পক্ষে অসম্ভব।’
ট্রয়কা প্লাস বৈঠকে যোগ দিতে গতকাল ইসলামাবাদ পৌঁছেছেন ওয়েস্ট। এরপর তিনি দিল্লি যাবেন। আগামী সোমবার তাঁর মস্কো যাওয়ার কথা রয়েছে। সফরে তালেবান বিষয়ে এসব দেশের মনোভাব জানতে চাইবেন তিনি।
এদিকে, রাশিয়া ও ইরানসহ আফগানিস্তানের প্রতিবেশী সাত দেশের নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে গত বুধবার বৈঠকের আয়োজন করে ভারত। পাকিস্তান ও চীনকে নিমন্ত্রণ জানানো হলেও যোগ দেয়নি। ভারতের এ বৈঠককে স্বাগত জানিয়েছে তালেবান।