মিঠাপুকুরে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। গত দুদিনে উপজেলার ৩৫৯ জন প্রবীণ বুস্টার ডোজ নিয়েছেন। টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া নাগরিকদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দিয়ে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আব্দুল হালিম লাবলু জানান, এ পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার জন নারী-পুরুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৪৭ শতাংশ নাগরিক টিকার প্রথম ডোজ নিয়েছেন। ২ লাখ ১৫ হাজার নাগরিককে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বর্তমানে ভেরোসেল টিকার দ্বিতীয় ডোজ এবং অ্যাস্ট্রাজেনেকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।
লাবলু আরও জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সদ্য যোগ দেওয়া রাশেবুল হোসেন উপজেলার যেকোনো একটি ইউনিয়নের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। বালারহাট অথবা পায়রাবন্দ ইউনিয়নে এই ক্যাম্পেইন করা হতে পারে। এ ছাড়াও কাল বুধবার থেকে ১৭টি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে নিবন্ধন করতে হবে না। এর আগে যাঁরা প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাঁদের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে বুস্টার ডোজ টিকা নেওয়ার জন্য বার্তা পাঠানো হচ্ছে।