হোম > ছাপা সংস্করণ

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভুল চিকিৎসায় আরিফা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় কালিয়াকৈর পৌরসভার শফিপুর বাজার এলাকায় বেসরকারি তানহা হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

আরিফা আক্তার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাটোয়ারীপাড়া এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। তারা কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকারপাড়ায় নওশের আলীর বাসায় ভাড়া থাকে। সে সিনাবহ খন্দকারপাড়া মডেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

আরিফার পরিবার জানায়, গত শনিবার রাতে মাথা ও পেটব্যথা নিয়ে উপজেলার তানহা হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হয় আরিফাকে। সাত-আটটি পরীক্ষা করিয়ে স্যালাইন দিয়ে হাসপাতালে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক। এ সময় ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়। পরে রোগীর অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

রোববার বিকেল ৪টার দিকে একই সমস্যা নিয়ে আবারও ওই হাসপাতালে ভর্তি করা হয়। আগের দিনের মতোই অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। এতে অবস্থা আরও খারাপ হয়ে একপর্যায় আরিফার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ৎ

এদিকে ঘটনার পর আরিফাকে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে তুলে অন্য হাসপাতালে পাঠানোর চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় পরিবারের সদস্যরা বাধা দেন। পরে আরিফাকে অ্যাম্বুলেন্সে মৃত অবস্থায় দেখতে পান তার পরিবার। এতে পরিবারের লোকজনের কান্নাকাটিতে আশপাশের মানুষ এগিয়ে এলে তাঁদের সরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের ম্যানেজার মোস্তফা হোসেন বলেন, ‘রোগীটিকে দুর্বল অবস্থায় ভর্তি করা হয়েছিল। সঙ্গে সঙ্গে বিভিন্ন ওষুধ দিয়ে স্যালাইন দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিকে গতকাল সোমবার রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি। তবে দ্বিপক্ষীয়ভাবে এর মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ