নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। তাঁর ছুটি মঞ্জুর করেছে বিসিবি।
বিষয়টি নিয়ে গতকাল সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যার বিশ্রাম প্রয়োজন, তাকে বিশ্রাম দিতেই হবে।’ সাকিব ছুটি পাওয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। তাঁর শূন্যস্থান পূরণ করা হবে নাকি ১৭ জনের বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাবে?
নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেল, যদি ১৮ জনের দল যায়, এবার জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ফজলে মাহমুদ রাব্বি অন্তর্ভুক্ত হতে পারেন। যেটিই হোক বিষয়টি চূড়ান্ত হবে আজ।