বাগেরহাটের মোংলায় তিন কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌর এলাকার মামার ঘাট যাত্রী ছাউনির সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মোংলার মিঠাখালী এলাকার নূর আলম শিকদার (২৫) এবং একই এলাকার নূর আলী শেখ (২৮)। তাঁরা মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পুলিশের। আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনই মাদক ব্যবসায়ী। এর মধ্যে নূর আলী শেখের নামে শরণখোলা থানায় একটি মামলা রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।