হোম > ছাপা সংস্করণ

ভারত থেকে ২৪৯০ টন গম এলো আখাউড়ায়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে ভারতীয় ২ হাজার ৪৯০ টন গম খালাস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক।

আখাউড়া বন্দর সূত্রে জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় প্রতি টন গম ৩৭০ মার্কিন ডলার মূল্যে ভারত থেকে কিনেছে ঢাকার সাভারের ইসলাম অ্যাগ্রোভেট লিমিটেড নামের একটি গম আমদানিকারক প্রতিষ্ঠান। আমদানি করা গমের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে ছিলেন স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ।

মো. মোজাম্মেল হক বলেন, গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতীয় ১১৫টি ট্রাকে করে বন্দরে ২ হাজার ৪৯০ টন গম এসেছে। পরে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে গেছে। গম খালাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চালানের কার্যক্রম পুরোপুরি শেষ হয়েছে। গমের প্রচুর চাহিদা থাকায় আমদানি করা হচ্ছে। গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে ২ হাজার ৫০০ টন আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম অ্যাগ্রোভেট লিমিটেড।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, ভারতীয় ১১৫টি ট্রাকে করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চালানে ২ হাজার ৪৯০ টন গম আখাউড়া বন্দরে খালাস হয়েছে। পরে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে গেছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূইয়া বলেন, ‘গম এ বন্দর দিয়ে টানা ১৬ দিন ভারত থেকে আসেনি। যেহেতু আসা শুরু করছে যেন চলমান থাকে। বিষয়টির দিকে যেন স্থলবন্দর কর্তৃপক্ষ নজর রাখে।’

আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে আখাউড়া স্থলবন্দর দিয়ে গম খালাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গম আসার ফলে আমাদের বন্দরে একটা কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। লোড-আনলোড হচ্ছে গম। যাচ্ছে দেশের নানা প্রান্তে। আয় হচ্ছে বাংলাদেশ সরকারের।’

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, ভারতীয় ১১৫টি ট্রাকে করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চালানে মোট ২ হাজার ৪৯০ টন গম আখাউড়া বন্দরে খালাস হয়েছে। পরে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে গেছে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ