নারায়ণগঞ্জ বন্দরের নির্মাণাধীন ৭ তালা একটি ভবন থেকে পড়ে সুমন (২৮) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে। গতকাল বুধবার সকালে আমিন আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত সুমন কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি তাঁর পরিবার নিয়ে বন্দরের খানবাড়ি এলাকায় বসবাস করতেন।
আহতের সহকর্মীরা জানান, সুমন রাজমিস্ত্রির কাজ করতেন ভবনটিতে। সকালে কাজ করার সময় হঠাৎ করেই মাচা থেকে পরে যান। এতে সুমন ৭ তলা থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঘটনা জানার পরপরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’