হোম > ছাপা সংস্করণ

আফগানিস্তান বলেই সতর্ক তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রশিদ খানকে ছাড়াই শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। লড়াইটা হাম্বানটোটায় হলেও তা যেন সতর্কবার্তা হয়ে এসেছে বাংলাদেশের জন্য। শ্রীলঙ্কায় সিরিজ খেলেই বাংলাদেশে আসবেন আফগানরা।

দিমুথ করুনারত্নে ও দাসুন শানাকাদের যেভাবে নাড়িয়ে দিয়েছেন মোহাম্মদ নবিরা, তাতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করছেন, আফগানিস্তানের বিপক্ষে তিন বিভাগ—বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে সেরা প্রস্তুতিই ভালো কিছুর পথ তৈরি করতে পারে।

গতকাল একটি সেন্ড ম্যানি অ্যাপের প্রোগ্রামে তামিম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। এ ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে।’
আফগানিস্তান সিরিজ সব সময়ই তামিমের কাছে ভিন্ন উচ্চতার। তিনি বলেছেন, ‘প্রধান কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) এলে আমরা স্কিল ক্যাম্পে চলে যাব। আফগানিস্তান নিয়ে আমার এটাই বলার আছে, এটা সব সময় ইন্টারেস্টিং সিরিজ। আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে (গতকাল) তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)।’

শ্রীলঙ্কা ম্যাচের দিকে না তাকালেও চলে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন সংস্করণেই সর্বশেষ ম্যাচ হেরেছে। তাই ওয়ানডে অধিনায়কের সাবধানী কণ্ঠ, ‘আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে।’

পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলকে পেছনে ফেলে ওয়ানডে সুপার লিগ তিনে থেকে শেষ করেছে বাংলাদেশ। তামিম বলেছেন আরেকটু ভালো করার সুযোগ ছিল বাংলাদেশের, ‘সন্তুষ্ট বলব না, আমরা শীর্ষ তিনের মধ্যে একটা দল। কিন্তু আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দুই বা শীর্ষে থাকতে পারতাম। কিন্তু খুব ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই করেছি।’ বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে তামিম যোগ করেন, ‘আফগানিস্তান সিরিজ, এশিয়া কাপ, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে কথা চলছে, এ সিরিজগুলো গুরুত্বপূর্ণ প্রস্তুতির জন্য।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ