শেখ রাসেল স্মরণে খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসব শুরু হবে।
উৎসবে খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বিতার্কিকেরা অংশ নেবে।
এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে যশোরের মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রাটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান বায়জিদ মাহমুদ, জহির ইকবাল নান্নু, সানজিদা ইয়াসমিন, লাবণী আক্তার প্রমুখ।