নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষুদ্র পেশাজীবী ও উদ্যোক্তাদের পুনঃ অর্থায়নের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমের (সিজিএস) আওতায় ৫০০ কোটি টাকার তববিল পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ স্কিমের আওতায় ১০ টাকা থেকে ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক ও নিম্ন আয়ের পেশাজীবীরা কেবল সুবিধা উপভোগ করতে পারবেন। ঋণের ক্ষেত্রে কোনো নিরাপত্তা জামানত লাগবে না। গতকাল এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, স্কিমের আওতায় ঋণ বা বিনিয়োগের জন বাংলাদেশ ব্যাংক মোট গ্যারান্টির সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত প্রদান করবে।