হোম > ছাপা সংস্করণ

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মো. মোহন ওরফে সুজন (১৫) নামের এক অটোরিকশাচালককে হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা। গতকাল সোমবার সকালে খবর পেয়ে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোহন ওরফে সুজন পাশের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছোট ছেলে। সংসারের অভাব-অনটনের কারণে এই কিশোর বয়সেই মোহন তার প্রতিবেশী শামসুল হকের অটোরিকশাটি চালাত।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, গতকাল সকালে একটি বিদ্যালয়ের পাশের খালপাড়ে মোহনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

সারা দিন অটোরিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরত মোহন। কিন্তু গত রোববার রাতে আর বাড়িয়ে ফেরেনি। গতকাল সকালে মৃতদেহ পাওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তা মোহনের লাশ বলে শনাক্ত করে।

মোহনের পরিবারের সদস্যদের ধারণা, অটোরিকশা ছিনিয়ে নিতেই কেউ তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় নিহতের স্বজনেরা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের পাশাপাশি অটোরিকশাটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ