পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ার ছনহরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতীকে নির্বাচন থেকে সরে যেতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সামশুল আলমের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আবদুর রশিদ দৌলতী বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়াতে আমাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাপ দিচ্ছেন। আমার প্রচার কাজে বাধা দিচ্ছেন।’
সামশুল আলম বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’