হোম > ছাপা সংস্করণ

কাঠালিয়ায় সড়ক ভেঙে খালে, ঝুঁকি নিয়ে চলাচল

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে চান্দের হাট পর্যন্ত সড়কের বিশাল অংশ ভেঙে খালে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন। দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় প্রশাসন বলছে, দ্রুতই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

জানা গেছে, চান্দের হাট থেকে পশ্চিরা আউরা সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা সদরে যেতে বিকল্প একটি সড়ক থাকলেও কয়েক মাস ধরে তার সংস্কার চলছে। ফলে এই এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা চান্দের হাট থেকে পশ্চিমা আউরা সড়ক। কিন্তু এই সড়কও ভেঙে খালে পড়েছে। ফলে ভ্যান, অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সড়ক বেহাল হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা বিপুল হাওলাদার বলেন, ‘কয়েক মাস আগে এই সড়ক ভেঙে খালে পড়ে যায়। এখন অল্প একটু আছে। ঝুঁকি নিয়ে গাড়ি ও মানুষ চলাচল করছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পাড়ে। দ্রুত মেরামতসহ সড়ক রক্ষার জন্য স্থায়ী বাঁধের ব্যবস্থা করা উচিত।’

স্থানীয় আরেক বাসিন্দা মো. শহীদ হাওলাদার বলেন, ‘সড়কটি ভেঙে যাওয়ায় চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কোনোমতে ছোট ছোট গাড়ি চলাচল করছে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মাইক্রোসহ বড় গাড়ি চলাচল করতে না পারায় স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

ওই এলাকার বাসিন্দা ও স্কুলশিক্ষক মো. সদরুল ইসলাম কামাল বলেন, ‘সড়ক ভেঙে যাওয়ায় চলাচল করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কোনো ধরনের মালামাল নেওয়া যাচ্ছে না। এ ছাড়া বড় ও মালবাহী গাড়ি চলাচল করতে পারছে না। তাই দ্রুত সংস্কারসহ সড়করক্ষা বাঁধ নির্মাণ করা উচিত, তা না হলে কিছুদিন পরে এ সড়কে চলাচল বন্ধ হয়ে যাবে।’

ইজিবাইকচালক সোহাগ মিয়া বলেন, ‘ভেঙে যাওয়ায় সড়কে ঝুঁকি নিয়ে ইজিবাইক চালাতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখনই মেরামত করা না হলে এ সড়কে যানবাহন চলতে পারবে না।’

ভ্যানচালক সুভাস বলেন, ‘ভ্যানে করে মালামাল নিয়ে এই সড়কে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরকারের উচিত রাস্তাটি রক্ষায় খালের পাড়ে বাঁধ নির্মাণ করা।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাদ জগলুল ফারুক বলেন, ‘সড়ক মেরামত বা প্রোটেকশনের জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। তারপরও যদি জরুরিভাবে মেরামতের দরকার হয় দ্রুত তার ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ