হোম > ছাপা সংস্করণ

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে প্রাণ গেল যুবকের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

বাস ওভারটেক করতে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের জুবলি স্কুল সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আবদুর রহিম (৩৮) উপজেলার নাজিরহাট পৌর এলাকার চরগাঁও পাড়ার মো. নুরুল আলমের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কাজ করতেন। ৮ দিন আগে দেশে ফেরেন রহিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে সড়ক দিয়ে উপজেলা সদর থেকে নাজিরহাট এলাকার বাড়ির দিকে যাচ্ছিলেন রহিম। পথিমধ্যে সড়কের জুবলি স্কুল সংলগ্ন এলাকায় খাগড়াছড়িগামী একটি বাসকে ওভারটেক করার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় সড়কের পাশ থেকে তাঁকে উদ্ধার করে এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, লাশ উদ্ধারের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ