হোম > ছাপা সংস্করণ

স্বামী মৃত দেখিয়ে ভাতা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ১৭ বছর থেকে বিধবা ভাতা উত্তোলন করছেন মনজিলা বেওয়া নামে এক নারী। দীর্ঘদিন থেকে এভাবে সরকারি অর্থ আত্মসাৎ করলেও উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষ নির্বিকার।

উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মনজিলা বেওয়া। তাঁর স্বামী চৌমুহনী বাজারে একটি হোটেলের কর্মচারী।

মনজিলা বেওয়া জানান, ২০০৪ সালে তাঁর ভাই ইউিপ সদস্য আইয়ুব আলী ও সমাজকর্মী ফরিদা বেগমের মাধ্যমে তিনি এ বিধবা ভাতার কার্ড করেছেন। তিনি বলেন, তার স্বামী বাড়িতে নিয়মিত থাকেন না। মাঝে মাঝে বাড়ি থেকে চলে যায় এবং দীর্ঘদিন তাঁর কোনো খোঁজ খবর থাকেন না। ওই সময় তিনি প্রায় এক বছর নিখোঁজ ছিলেন। সেসময় সন্তানদের নিয়ে সংসার চালানো দুরূহ হওয়ায় ভাই ইউপি মেম্বার সরকারি এই সুবিধা পাইয়ে দিয়েছেন।

এদিকে সমাজকর্মী ফরিদা বেগম জানান, ‘বিধবা ভাতা শুরু হয় ১৯৯৭-৯৮ সালের দিকে। এ সময় যারাই এসেছেন তাদের ভাতা কার্ড করে দেওয়া হয়েছে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, ‘আমি নতুন এসেছি। সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলে আমরা কার্ডটি বাতিল করে দেব। এ ক্ষেত্রে যদি আমার অফিসের কারো যোগসাজশ থাকে এবং প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ