স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘করোনা মহামারি থেকে বাঁচতে টিকার বিকল্প নেই। টিকাদান কার্যক্রম চলছে এবং চলমান থাকবে। এটি বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে টিকা নেওয়ার পরও সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে। মাস্ক খুলে ঘুরলে হবে না। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলেই করোনা নিয়ন্ত্রণে চলে আসবে।’
গতকাল রোববার সকালে যশোরে করোনার টিকাদান কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ দিন তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসেন। এ সময় তিনি করোনাভাইরাস প্রতিরোধী টিকা দান উৎসবের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পরে কেন্দ্রগুলো পরিদর্শন করাসহ টিকাদানকারী স্বাস্থ্যসেবী ও গ্রহীতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
পরিদর্শন শেষে অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যশোরে উৎসবমুখর পরিবেশে মানুষ টিকা নিচ্ছেন।