দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন সাংবাদিক ও সংস্কৃতি কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে শহীদ মিনারে প্রাঙ্গণে খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, পেশাজীবী সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় প্রতিবাদ সমাবেশ করেন তারা।
খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নরুল আজম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী সংখ্যালঘুদের ওপর হামলা করেছে। ভবিষ্যতে এই ধরনে সহিংসতা রোধে দোষীদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।’ এ সময় সাম্প্রদায়িকতা রুখে দিয়ে, সম্প্রীতি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।