পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় জিহাদ হাওলাদার (৩৫) নামের এক মাহিন্দ্রচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ হাওলাদার পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার পশুরবুনিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া বাজারে যাত্রী নামিয়ে খালি গাড়ি নিয়ে বড়মাছুয়া যাওয়ার পথে মাতুব্বর বাড়ির সম্মুখ সড়কে জিহাদ নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রসহ রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় জিহাদ তালগাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। বরিশালে নেওয়ার পথে তিনি মারা যান।
বড়মাছুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিহাদ দীর্ঘদিন ধরে বড়মাছুয়ায় থেকে মাহিন্দ্র চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর বাড়ি ভান্ডারিয়া হওয়ায় সেখানে তাঁকে দাফন করা হবে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল বলেন, ‘দুর্ঘটনার খবরটি শুনেছি। দুর্ঘটনায় মাহিন্দ্রচালক পড়ে মারা গেছেন।’