দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারিভাবে আমন ধান সংগ্রহের লক্ষ্যে অনলাইন লটারির মাধ্যমে ২৫৩ জন কৃষক বাছাই করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ।
গতকাল বুধবার উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে অ্যাপস নিবন্ধিত কৃষক বাছাই কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও রাশিদা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায়, পাকেরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমিত্র কুমার বসাক, খানসামা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আক্তার প্রমুখ।
উল্লেখ্য, ছয়টি ইউনিয়নের অনলাইন লটারির মাধ্যমে বাছাইকৃত ২৫৩ জন কৃষকের কাছ থেকে এ বছর ২৭ টাকা কেজি দরে মোট ৭৬০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।