সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তথ্য অধিকার, বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে এ সভা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান তথ্য কমিশনার মো. মর্তুজা আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দোলা, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার প্রমুখ।
এ সভায় তথ্য অধিকার, বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।