লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ৫ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য লোহাগাড়ার ৬ ইউপির নির্বাচন অবাধ ওসুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্দেশনা রয়েছে। তাই আচরণবিধি মানাতে এ অভিযান পরিচারলা করা হয়েছে।