কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর উপজেলার পুকুরপাড় বাজার এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার র্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বড় পুকুরপাড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয় কেজি গাঁজাসহ মো. শাকিল খাঁন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি সদর দক্ষিণ উপজেলার মোড়াপাড়া গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।