ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় দরিয়াবাদ সেবা সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌর শহরের এস এম এ আর মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে আগামী এক বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কণ্ঠভোটে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সাজু মিয়া। ]এ ছাড়া সাধারণ সম্পাদক পদে হৃদয় হাসান, জ্যেষ্ঠ সহসভাপতি আফছান আহমেদ আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আলী, কোষাধ্যক্ষ বিপুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাম হাসান ইদুল নির্বাচিত হয়েছেন।