কিশোরগঞ্জের হোসেনপুরে পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে হোসেনপুরের শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে এই সম্মেলন হয়। সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের হোসেনপুর শাখা ও পৌর শাখা। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি বিজয় শংকর রায়। আরও উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা মানিক রঞ্জন দে, সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতা কর্মীরা।