রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে কৃষকদের মধ্যে বিনা মূল্য ধানের বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ৪ হাজার ৯৫৫ কৃষকের মধ্যে বীজ, সার ও কৃষি যন্ত্র বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ এতে সভাপতিত্ব করেন। উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ।