সবুজ চা-বাগানে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। অনেক দিন দেশে একটা বড় টুর্নামেন্ট আয়োজনে সব প্রস্তুতি এরই মধ্যে প্রায় শেষ।
গতকাল বুধবার সকালে সিলেটে এসে পৌঁছায় বাংলাদেশ দল। তারা বিমানবন্দরের কাছেই গ্র্যান্ড সিলেট হোটেলে উঠেছে। ১২টার পর আরব আমিরাত ও মালয়েশিয়া নারী দলও সিলেটে এসে পৌঁছায়। একই দিন সিলেটে এসেছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পাকিস্তান নারী দল।
১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এশিয়ার ৭টি দল। স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশী আজকের পত্রিকাকে জানান, টুর্নামেন্টের ম্যাচগুলো দেখতে টিকিট লাগবে না দর্শকদের। ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠের পাশাপাশি প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ গড়াবে আউটার স্টেডিয়ামে। মোট ২৪ ম্যাচের ৯টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২-এ। বাকি ১৫টি ম্যাচ হবে মূল ভেন্যুতে।
এশিয়া কাপ ধরে রাখার মিশনে আজ বৃহস্পতিবার সকালে অনুশীলন শুরু করবে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই চ্যাম্পিয়ন হওয়া জ্যোতির দল।