হোম > ছাপা সংস্করণ

মৃতপ্রায় ইবির প্রধান ফটকের কৃষ্ণচূড়া

ইবি প্রতিনিধি

অযত্ন অবহেলায় মৃতপ্রায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেইন গেটের সামনের কৃষ্ণচূড়া গাছটি। প্রকৃতির পালাবদলে কৃষ্ণচূড়া গাছটি মেলে ধরতো তার আপন রূপ। এতে মুগ্ধ হয়ে শিক্ষার্থী ও দর্শনার্থীরা ছবি তুলত হুমড়ি খেয়ে। স্মৃতিবিজড়িত সেই গাছটির বর্তমান ও আগের ছবি পাশাপাশি বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগপ্রবণ হতে দেখা যায় শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ক্যালেন্ডার কিংবা বিভিন্ন সংবাদমাধ্যমে কৃষ্ণচূড়ার দগদগে লাল ফুল সমৃদ্ধ ছবিটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু গাছটি এখন নিষ্প্রাণ। গাছটির এমন অবস্থা মেনে নিতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছটির পূর্বের ছবির সঙ্গে বর্তমান সময়ের চিত্র দিয়ে দুঃখ প্রকাশ করছেন অনেকে।

লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম সৌন্দর্যবর্ধক কৃষ্ণচূড়া গাছটি দীর্ঘদিন ধরে অযত্ন এবং অবহেলায় ছিল। গাছের জন্য প্রয়োজনীয় সার দেওয়া তো দূরের কথা; বরং এর মূলে একটু পানি পর্যন্ত দেওয়া হতো না। মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার জন্যই ঐতিহ্যবাহী এই গাছটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রোজদার আলী রূপম বলেন, আমি ব্যক্তি উদ্যোগে গাছটির এ অবস্থা দেখে পরিচর্যা করতে শুরু করি। কিন্তু গাছটি বাঁচানো যাবে বলে মনে হয় না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ