কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ জাফরের বিরুদ্ধে। গতকাল বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। পরে স্বামীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
১৬ আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শালবাগান রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোহাম্মদ জাফর (৪০) তাঁর স্ত্রী মোবারাজানকে (৩৪) পারিবারিক কলহের জেরে দা দিয়ে ঘুমন্ত অবস্থায় হত্যা করে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে নয়াপাড়া ক্যাম্প থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তারিকুল ইসলাম আরও বলেন, জাফরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।