হোম > ছাপা সংস্করণ

স্ত্রীকে পুড়িয়ে মারায় স্বামীর মৃত্যুদণ্ড দেবরের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে শাহাবুদ্দিন খান নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় শাহাবুদ্দিনের ছোট ভাই সুমন খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুজনকে আদালত ৫০ হাজার টাকা করে অর্থ দণ্ড দিয়েছে। মামলা অপর দুই আসামি খালাস পেয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরের ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) প্রদীপ কুমার রায় এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিতরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর গ্রামের ছেকেন্দার খানের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট স্বপন পাল জানান, ২০১১ সালের ২৭ জুন ছোট ভাই সুমন ও পরিবারের দুই সদস্য আছিয়া বেগম এবং ঝুমুর বেগমকে নিয়ে শাহাবুদ্দিন তাঁর স্ত্রী মনিরা খানমের গাঁয়ে কেরোসিন ঢেলে আগুন দেন। পরে মনিরার চিৎকারের পাশের বাড়ি লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনিরা মারা যান।

আদালত সূত্রে জানা যায়, এই ঘটনায় মনিরার বাবা ২০১১ সালের ৩ জুলাই আলফাডাঙ্গা থানায় নারী নির্যাতন ও হত্যা মামলা করেন। ওই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল মঙ্গলবার রায় ঘোষণ করেন আদালত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ