হোম > ছাপা সংস্করণ

ঘুমের ওষুধ খাইয়ে পুকুরে ফেলে হত্যা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছিনতাইকারীরা ঝালমুড়ির সঙ্গে ঘুমের তরল ওষুধ খাইয়ে এক চালককে অচেতন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেন। পরে পুকুরে ফেলে ওই চালককে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করেছে।

গতকাল বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপকমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ।

নিহত অটোরিকশাচালকের নাম হুমায়ুন কবির। তিনি রংপুর সদরের কাটাবাড়ি এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। গাজীপুর মহানগরের দেশিপাড়া এলাকায় ভাড়া থেকে তিনি অটোরিকশা চালাতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন আলমগীর , শামসুল , হাফিজুর রহমান, আল মামুন সরদার এবং রফিকুল ইসলাম (৩৪)। তাঁরা বিভিন্ন জেলার বাসিন্দা।

মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, গত ১২ ফেব্রুয়ারি মহানগরের কাশিমপুর থানার লোহাকৈর এলাকায় মাজারের পাশের পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআইয়ের সহযোগিতায় নিহত ব্যক্তি হ‌ুমায়ুন বলে শনাক্ত হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এদিকে হুমায়ুন গত ৯ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে অটোরিকশা নিয়ে দেশিপাড়ার বাসা হতে বের হয়ে আর ফেরেননি। এ ব্যাপারে তার স্ত্রী সেবেনা পারভীন জিএমপি সদর থানায় জিডি করেন। পরে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আলমগীর ও শামসুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে টুকু ও আল আমিনকে বরিশালের উজিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রফিককে গাজীপুর সদর থেকে পিবিআই গ্রেপ্তার করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ