হোম > ছাপা সংস্করণ

কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির প্রভাবে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে হিরণ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম নাদিমের বড় ভাই। তাঁর বিরুদ্ধে অভিযোগ উপজেলার বিভিন্ন ফসলি জমির মাটি কেটে জোড় করে এসব মাটি বিভিন্ন ইটভাটায় রেখে আসেন এবং জোড় করেন টাকা দেওয়ার জন্য। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হিরণ মিয়া।

সরেজমিন দেখা গেছে, উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা ও জয়নগর গ্রামের বেশ কিছু ফসলি জমি থেকে খনন যন্ত্র দিয়ে ২০ থেকে ৩০ ফুট গর্ত করে মাটি কাটেন। এর পর এসব মাটি ইটভাটায় বিক্রি করছেন তিনি। স্থানীয় ছাত্রলীগের সভাপতির আপন ভাই হওয়ায় এলাকার কেউ প্রতিবাদ করার সাহসও পায় না। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এসব ফসলি মাটি ইটভাটার মালিকেরা কিনতে না চাইলেও জোর করে তাঁদের ভাটায় মাটি ফেলে টাকা দাবি করছেন তিনি।

ভিরিন্দা গ্রামের এম. এম. বি নামক ইটভাটার মালিক মোরশেদুল হক ভূঁইয়া বলেন, ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের বড় ভাই হিরণ মিয়া ভাইয়ের প্রভাব খাঁটিয়ে জোর করে আমাদের ইটভাটায় প্রায় সাপ্তাহখানেক ধরে ফসলি জমির মাটি ফেলছেন। আমাদের ভাটায় কোনো মাটির প্রয়োজন নাই বলে তাঁকে একাধিকবার নিষেধ করেছি মাটি না দেওয়ার জন্য। কিন্তু তাঁকে থামানো যায়নি। তাঁর কাছ থেকেই আমাদের ইটভাটায় মাটি কিনতে হবে বলে তিনি এক প্রকার বাধ্য করছেন আমাদের। বিষয়টি পলাশ উপজেলা চেয়ারম্যানের কাছেও জানানো হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তই বলেন, ‘ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও তাঁর বড় ভাই হিরণ মিয়া এলাকার ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি করছেন। পাশাপাশি ভাটা মালিকদেরও বাধ্য করছেন তাঁর কাছ থেকে মাটি কেনার জন্য।’

এ নিয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে হিরণ মিয়া বলেন, ‘ইটভাটার মালিকই আমাকে বলেছিলেন মাটি দিতে। আমি কাউকে জোর করে মাটি দিই না।’

ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম নাদিম বলেন, ‘আমার ভাই আমার প্রভাব খাটিয়ে মাটি বিক্রি করছে এমন কিছু আমার জানা নেই।’

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, ‘ভিরিন্দা গ্রামের ইটভাটার মালিক মোরশেদুল হক আমাকে বিষয়টি জানান। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ