হোম > ছাপা সংস্করণ

প্রার্থীর নিয়োগ আবেদন না নেওয়ার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

নির্ধারিত সময়ে নিয়োগ প্রার্থীর আবেদন না নেওয়ার অভিযোগ উঠেছে নীলফামারীতে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলার জলঢাকা উপজেলার বাঁশদহ এমদাদিয়া দারুস সুন্নত দাখিল মাদ্রাসায়। এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাছে ১০ জন নিয়োগ প্রার্থীর করা অভিযোগে এ তথ্য মিলেছে। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ওই মাদ্রাসায় সুপারিনটেনডেন্ট ও সহ-সুপারিনটেনডেন্টের শূন্য পদে নিয়োগের জন্য গত ৯ মার্চ জাতীয় ও স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন মাদ্রাসা পরিচালনা কমিটি। গত বুধবার আবেদন জমা নেওয়ার শেষ দিনে ওই দুটি পদে ১০ জন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে তা জমা নেওয়া হয়নি। এ সময় সংশ্লিষ্ট মাদ্রাসা কমিটির সদস্য ও স্থানীয় একাধিক ব্যক্তি উপস্থিতি ছিলেন।

এ ব্যাপারে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট কাজী হাফিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ‘সভাপতি আবেদন গ্রহণ না করলে আমার করার কিছু নেই।’ তবে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লাজু আহম্মেদ জানান, ‘এটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আবেদনকারীরা আবেদনপত্র জমা দিয়ে অজ্ঞাত কারণে আবার তুলে নিয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ