ডুমুরিয়ায় অবৈধ নেটপাটা উচ্ছেদ ও জাল জব্দে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে রুদাঘরা ও খর্ণিয়া ইউনিয়নের সিঙ্গার বিলে অভিযান চালানো হয়েছে। গত সোমবার দিনব্যাপী অভিযানে বেশকিছু নেটপাটা জব্দ করা হয় এবং পরে তা ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকি এ অভিযান পরিচালনা করেন। এ সময় ডুমুরিয়া থানার সহকারী উপপরিদর্শক আবদুল করিম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারীরা ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়ার সিঙ্গা, আংগারদোহা রানাই ও রুদাঘরার চহেড়া, খরসঙ্গ ও মিকশিমিল মৌজার চার-পাঁচটি বিলের অর্ধশতাধিক স্থানে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে নেটপাটা, চারো ও ঘুগনি পেতে দীর্ঘদিন ধরে মাছ ধরে আসছিলেন।
এতে জোয়ারের পানি বাধাগ্রস্ত হয়ে পলি পড়ে নদী-খাল ভরাট হতে থাকে। অপর দিকে এলাকাবাসীর নদী-খালে মাছ শিকারের পথ সংকুচিত হয়ে পড়ে। যার ফলে স্থানীয় এলাকাবাসী প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এরই পরিপ্রেক্ষিতে উপজেলা মৎস্য অধিদপ্তর নেটপাটা উচ্ছেদ করে জোয়ারের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে চহেড়া খরসঙ্গ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম দিনে প্রায় তিন স্থানের নেটপাটা উচ্ছেদ ও বিনষ্ট করা হয়।