ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের চরাঞ্চলে জোড়া খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান। এর আগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার গ্রেপ্তারকৃতরা হলেন হুসেন আলীর ছেলে তালেব হোসেন, তালেব আলীর ছেলে কালাম ও চান মিয়ার ছেলে মো. হারুন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।