মানিকগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় পেটে টিউমার রেখেই সেলাই করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেছে। এতে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি সার্জারি বিশেষজ্ঞ রুমা আক্তারকে প্রধান করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাঁদের এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।
জানা যায়, গত শুক্রবার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকার মাসুদ রানার মেয়ে আফরোজা আক্তারকে মানিকগঞ্জ সদরের হেলথ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে আফরোজার কন্যাসন্তান প্রসব করানো হয়। এ সময় ওই নারীর পেটে টিউমার দেখতে পান ডা. খায়রুল হাসান। টিউমারটি অপসারণের জন্য আফরোজার স্বজনদের কাছে তাৎক্ষণিক ৩ হাজার টাকা দাবি করেন তিনি।
টাকা জোগাড় করতে বিলম্ব হওয়ায় প্রায় পৌনে এক ঘণ্টা পর রোগীর পেটে টিউমার রেখেই সেলাই করেন ডা. খায়রুল। আফরোজার টিউমার অপসারণ না করার কথা স্বীকার করেছেন তিনি।