জামালপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচার চালানোর অভিযোগে আওয়ামী লীগের ১৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিউদ-দৌলা চিশতী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার এতথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন-কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, দপ্তর সম্পাদক মো. শেখ ফকরুল হুদা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. ফজলুল হক, সহসভাপতি মো. আনোয়ার হোসেন, কেন্দুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফকরুল আলম লিটু ও সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান খান, কেন্দুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, কৃষি বিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান, সদস্য মো. আব্দুল হাকিম, লক্ষীয়রচর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম ও উপদেষ্টা মো. শমশের আলী, সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আব্দুল বারী।