হোম > ছাপা সংস্করণ

ছোট রাজ্যে বড় লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা প্রতিনিধি

আয়তনের হিসেবে ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়া। বিধানসভা নির্বাচন সামনে রেখে এবার ছোট এই রাজ্যটির দিকে চোখ তৃণমূল কংগ্রেসের (টিএমসি)। মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের বাইরেও টিএমসিকে ছড়িয়ে দেওয়া বা দলের পরিধি বাড়ানো।

এমন লক্ষ্য নিয়েই তিন দিনের রাজনৈতিক সফরে গত বৃহস্পতিবার গোয়া পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করেছেন স্থানীয় নেতাদের সঙ্গে। তবে মমতার মূল কর্মসূচি শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। এদিন দলীয় এক কর্মসূচিতে তিনি বলেছেন, ‘তৃণমূল কংগ্রেস মানেই মন্দির-মসজিদ-গির্জা’।

এদিকে মমতার গোয়া সফরের আগেই সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিও সদলবলে তৃণমূলে যোগ দিয়েছেন। গোয়ার জনপ্রিয় অভিনেত্রী নাফিসা আলিও গেছেন তৃণমূলে। ভারতের আন্তর্জাতিক টেনিস তারকা লিয়েন্ডার পেজও মমতার হাত থেকে গ্রহণ করেছেন তৃণমূলের পতাকা। দলটিতে যোগ দিয়েছেন খ্যাতিমান সমাজসেবী মৃণালিনী দেশপ্রভুও। এ ছাড়া কংগ্রেস ভেঙে বহু নেতা-কর্মী আগেই তৃণমূলের জন্য ঘাঁটি তৈরি করে রেখেছেন। আর শেষ পর্যন্ত মমতার সফরের মধ্য দিয়ে সবমিলিয়ে গোয়ায় টিএমসির অবস্থান আরও শক্তিশালী হলো বলেই মনে করা হচ্ছে।

আগামী বছরের শুরুতেই গোয়ায় বিধানসভা নির্বাচন। ভোটে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল শিবির। গত বছর বিধানসভা ভোটে কংগ্রেস একক গরিষ্ঠতা পেলেও সরকার গড়তে ব্যর্থ হয়। দল ভাঙিয়ে সরকার গড়ে বিজেপি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার বিজেপির শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল আম আদমি পার্টি। কংগ্রেস খুবই দুর্বল। তবে তৃণমূলের উত্থানে সব রাজনৈতিক হিসাব পাল্টে যেতে পারে বলে মনে করছেন অনেকে।

ভারতের বেশ কিছু বিধানসভা কেন্দ্রে আজ শনিবার উপনির্বাচন। পশ্চিমবঙ্গে ৪টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি আসামে ৫টি এবং বিহারে ২টি আসনে ভোট হচ্ছে। এসব নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ