সাভারে বাস না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীরা।
গতকাল শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আধঘণ্টাব্যাপী বিক্ষোভে যোগ দেন রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরাও। এ সময় তাঁদের সঙ্গে যোগ দেন সাধারণ যাত্রীরাও।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী মাহিদুল হাসান বলেন, ‘ভোরবেলায় ভর্তি পরীক্ষার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে এসে কোনো গাড়ি পাইনি। আমার মতো একই অবস্থা অনেকের। একপর্যায়ে দীর্ঘ সময় অবস্থানের পর ক্ষোভে ফেটে পড়ে তাঁরা নিজেরাই মহাসড়ক অবরোধ শুরু করেন।’
গাইবান্ধা থেকে আগত রেজাউল বলেন, ‘গাইবান্ধা থেকে এসেছি দুদিন হলো। চাকরির পরীক্ষা দিয়েই আবার বাড়ি চলে যাব। এত দিনের পরিশ্রম করে নেওয়া প্রস্তুতি কি রাস্তাতেই নষ্ট হয়ে যাবে? গাড়ি নেই কিন্তু পরীক্ষা তো থেমে থাকবে না। অনেকে বিকল্প পথে বা বিকল্পভাবে পরীক্ষাকেন্দ্রে ছুটছেন, আমি তো রাস্তাও ভালোমতো চিনি না। আমাদের বিপদ থেকে উদ্ধার করার কি কেউ নেই?’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, ‘পরিবহন বন্ধ থাকায় আটকে পড়ার প্রতিবাদে শিক্ষার্থী ছাড়াও সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা আটকে পড়েছেন। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। পরে তাঁদের বিভিন্ন বাসে তুলে দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’