নান্দাইলে শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে মোখসেদ মিয়া (২০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক মোখসেদ উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের টিনের জানালা ভেঙে ভেতরে থাকা কম্পিউটারসহ প্রায় ৬৫ হাজার টাকার জিনিসপত্র চুরি করে দুর্বৃত্তরা।
ঘটনার পরদিন স্কুলের পরিচালক মো. নুরুল হক গত ২৫ সেপ্টেম্বর দত্তপুর গ্রামের রুবেল মিয়া ও মোখসেদ মিয়ার নামে নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, একজনকে জিজ্ঞাসা করার জন্য থানায় আনা হয়েছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।