ক্ষমতায় আসার সময় পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘সিস্টেমের ত্রুটির’ কারণে সেই পরিবর্তন আনতে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
দায়িত্বে সফলতার জন্য দশ জন মন্ত্রীকে পুরস্কার ও সনদপত্র দেওয়ার জন্য সম্প্রতি ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে ইমরান খান এসব বলেছেন বলে গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডন।
অনুষ্ঠানে ইমরান বলেন, ‘শুরুতে আমরা বিপ্লবী পদক্ষেপের মাধ্যমে দ্রুত পরিবর্তন আনতে চেয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পেরেছি যে আমাদের সিস্টেমের সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অক্ষম।’
সরকার ও মন্ত্রণালয়গুলো কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো সরকারের সঙ্গে দেশের স্বার্থের কোনো যোগসূত্র নেই।’