যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সাংসদ ডেভিড অ্যামেস হত্যাকাণ্ড একটি ‘সন্ত্রাসী ঘটনা’ বলে জানিয়েছে দেশটির পুলিশ। গতকাল মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস দমন ইউনিট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
হামলার ঘটনায় ২৫ বছর বয়সী একজন সন্দেহভাজন তরুণকে আটক করা হয়েছে। পুলিশ ওই যুবকের নাম প্রকাশ করেনি। তবে গ্রেপ্তার যুবক সোমালীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছে স্কাই নিউজ। ধারণা করা হচ্ছে, এ ঘটনার সঙ্গে ইসলামি চরম পন্থার সম্পর্ক রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে এসেক্সের লেহ-অন-সি শহরের একটি গির্জায় হামলার শিকার হন ডেভিড অ্যামেস। তিনি সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করছিলেন।
একাধিকবার ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করা হয়। ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
পাঁচ বছরে ডেভিডসহ দুই ব্রিটিশ এমপি নিজ নির্বাচনী এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। বিষয়টি দেশটিতে রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
এ ধরনের হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ রাজনীতিবিদেরা। ডেভিডের মৃত্যুর খবর শুনেই পশ্চিম ইংল্যান্ড থেকে লন্ডনে ফিরে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ডেভিডের মতো একজন দেশপ্রেমিক জনসেবক পাওয়া কঠিন। তাঁর মতো বন্ধু ও সহকর্মী সহজে পাওয়া ভার।