মুক্তিযুদ্ধ ও ফোকলোর বিষয়ক গবেষক-লেখক, শিক্ষক ও ভূঞাপুর উপজেলা বাকশিসের সাবেক সভাপতি শফিউদ্দিন তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির (বাকশিস) ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি ভূঞাপুর শাখার সভাপতি মো. আব্দুল অদুদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সাংসদ ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আজাহার আলী মিঞা প্রমুখ ।
এ সময় আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক অধ্যাপক শংকর দাশ, বাকশিসের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার (প্রশাসন) মো. শওকত আলম প্রমুখ। সভায় স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।