৪০ বছর পর আবার আফ্রিকান কাপ অব নেশনস আয়োজিত হচ্ছে আইভরি কোস্টে। প্রতি দুই বছর পর পর হওয়া আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এটি ৩৬তম সংস্করণ। গত বছর হওয়ার কথা থাকলেও দেশটির গ্রীষ্মকালীন আবহাওয়া নিয়ে উদ্বেগের কারণে সূচি পিছিয়ে দেয় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল।
৬ গ্রুপের সেরা দুটি করে ১২টি দল সরাসরি যাবে শেষ ষোলোয়। বাকি চারটি স্পটের জন্য প্রতিটি গ্রুপের তিন নম্বরে থাকা দল নিজেদের মধ্যে খেলবে। শেষ ষোলো থেকে শেষ আট। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
টুর্নামেন্ট শুরুর পরেই বোঝা যাবে, মাঠের পারফরম্যান্সে সেরা কে। তবে শুরুর আগেই সবার নজর মিসরের মোহামেদ সালাহ, সেনেগালের সাদিও মানে, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন, আলজেরিয়ার রিয়াদ মাহরেজ, ক্যামেরুনের আন্দ্রে ওনানা, মরক্কোর সোফিয়ান আমরাবাত, হাকিম জিয়েশ ও ঘানার মোহামেদ কুদুসের দিকে।